আমাদের রোজকার জীবনে বিনোদন আর আনন্দের একটি অন্যতম উৎস হচ্ছে টিভি। আমরা অনেকেই কম-বেশি টিভি ব্যবহার করেছি কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়ত এটাও জানি না যে টিভি ব্যবহার করার সঠিক নিয়ম গুলো কী কী। তবে আপনিও যদি সেই কাতারে পড়ে থাকেন তাহলে নিম্নোক্ত বিষয়গুলো জানা থাকা জরুরী।
বাসা বাড়িতে কিংবা অফিসে টিভি খুবই সাধারণ বিষয়, কিন্তু সঠিক নিয়ম মেনে ব্যবহার না করার ফলে, টিভি গুলো খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর বর্তমান সময় টিভি নষ্ট হলে কিংবা নতুন টিভি কিনতে হলে আপনাকে, বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। তাই টিভির যত্ন কীভাবে নিতে হয় সেটা জানা বেশ জরুরি। আজকে আমরা আমাদের এই প্রবন্ধে টিভি ব্যবহার করার সঠিক নিয়মগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো এবং জানবো কীভাবে টিভির যত্ন নিতে হয়।
টিভি ব্যবহার করার সময় অবশ্যই কিছু জিনিসের উপর লক্ষ্য রাখতে হয়, যেমন:
১.সারাক্ষণ ব্যবহার করা থেকে বিরত থাকা: যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস সারাক্ষণ ব্যবহার করার জন্য উপযুক্ত নয়। সারাক্ষণ ব্যবহার করার ফলে, টিভি গরম হয়ে যায় যা টিভির মাদারবোর্ডের ক্ষতি করে।
২.নিয়মিত টিভি পরিষ্কার করা: দীর্ঘ সময় ব্যবহার করার ফলে, টিভিতে ঢুলা জমে যায়, যা টিভির জন্য ক্ষতিকর। তাই টিভিকে সচল রাখতে নিয়মিত টিভি পরিষ্কার করতে হয়, যাতে এতে ঢুলা-বালি না জমে।
৩.সূর্যের আলো থেকে দূরে রাখা: আপনার টিভিকে সূর্যের আলো থেকে দূরে রাখুন। সূর্যের আলো, টিভির ভেতরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে টিভির বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে।
৪.ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা: আপনার টিভি যে পাওয়ার সাপ্লাই দিয়ে চলছে তা অবশ্যই ভালো মানের হতে হবে। তানাহলে হঠাৎ ভোল্টেজ আপ-ডাউন করলে টিভির ক্ষতি হতে পারে।
৫.টিভির সেটিংস অ্যাডজাস্ট করা: আমরা অনেকেই, অনেক ব্রাইট সেটিংস নিয়ে টিভি ব্যবহার করি। এ ধরনের সেটিংস এর ফলে টিভির পিকচার টিউবের ক্ষতি হতে পারে, তাই সেটিংস অ্যাডজাস্ট করে টিভি ব্যবহার করা উচিত।
৬.টিভির ভেন্টিলেশন ব্যবস্থা উন্মুক্ত রাখা: নিয়মিত ব্যবহার করার ফলে, টিভি গরম হয়ে যায় সেক্ষেত্রে টিভির ভেন্টিলেশন ব্যবস্থা উন্মুক্ত রাখা প্রয়োজন যাতে, তাপ বেড়িয়ে যেতে পারে।
৭.নিয়মিত সার্ভিসিং করা: যেকোনো ইলেকট্রনিকস ডিভাইসের মতো আপনার টিভিকে সচল রাখতে নিয়মিত সার্ভিসিং করানোর প্রয়োজন যাতে করে আপনার টিভির কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
বর্তমান সময় টিভি একটি প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস দীর্ঘ সময় ভালো পারফর্মেন্স পেতে হলে উপরের বিষয় গুলো খেয়াল রাখতে হবে।