চট্টগ্রামের আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকার আয়কর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণেে এসেছে।আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।