বিচিত্র সময় প্রতিবেদকঃ
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নোয়াখালী জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ৩ জন। তারা হলেন -ডা.মোঃ আবু নাছের, ডা. মোঃ হোসেন চৌধুরী জাহাঙ্গীর, ডা.মাহবুব রহমান।
ডা. মোঃ আবুল হাতেম (কোম্পানীগঞ্জ) ও ডা.আকতার উদ্দীনকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট আগামী তিন মাসের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য যুগ্ন- আহবায়করা হলেন- ডা. মোঃ নুরনবী (কবিরহাট) ডা.কামাল উদ্দীন (বেগমগঞ্জ) ডা.ফুয়াদ (সদর)।
যুগ্ন -সদস্য সচিবরা হলেন- ডা.মনির হোসেন (সেনবাগ) ডা. কুতুব উদ্দীন (বেগমগঞ্জ), ডা.জানিবুল রিয়াদ (সদর)
যারা সদস্য হলেন -ডা. কামরুল হাসান (কবিরহাট), ডা.সামছুদ্দীন( কোম্পানীগঞ্জ)
ডা.রইছ উদ্দীন( হাতিয়া) ডা.ইয়াকুব আলী( বেগমগঞ্জ) ডা.আবু সুফিয়ান (সুবর্নচর) ডা.মোদ্দাচ্ছের হোসেন (সোনাইমুড়ি) ডা.লুবনা( সদর) ডা. রেজাউল করিম রাজু (চাটখীল) ডাঃমোঃমোর্শেদ (সেনবাগ) ১০ ডা.ইব্রাহীম খলিল (কবির হাট),
ডা.ফারুক হোসে(ন চাটখীল), ডা.ফুয়াদ( সদর) ডা. কে এইচ শামীম, ডা.মোহাম্মদএমরহমান বাপ্পী, ডা. ওমর ফারুক,
ছাত্র প্রতিনিধি, মাজহারুল ইসলাম রাকিব।