জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ঢাকা পোস্টকে বলেন, আমি শুনেছি তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি। কিন্তু করোনা আক্রান্ত কি-না সেটা জানি না।