1. jkitbd@gmail.com : admin :
  2. trustit24@gmail.com : News desk : News desk
কোডেক এর উদ্যোগে সদরে উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন - bichitra somoy
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

কোডেক এর উদ্যোগে সদরে উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১০৫ পাঠক

নোয়াখালী>
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক),চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার ৫টি উপজেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট(এসইপি) এর পরিবেশবান্ধব গরু মোটাতাজাকরণ সাব-সেক্টর বাস্তবায়ন করা হয়েছে।
রোববার ২৫ জুন এই সাব-সেক্টরের আওতায় নোয়াখালীর দত্তের হাটে কিছু উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন করে তা উদ্বোধন করা হয়েছে। কাজ সম্পন্ন হওয়া কর্মকাণ্ডগুলো হচ্ছে, গরু গাড়ীতে ওঠা নামার জন্য রাম্প, গরুর ওজন মাপার জন্য ডিজিটাল ওজন স্কেল, সুপেয় পানির জন্য টিউবওয়েল ও পয়:নিষ্কসনের জন্য টয়লেট স্থাপন।
উন্নয়ন মূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র মো: সহিদ উল্যাহ খান সোহেল,
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া,নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, কোডেক প্রধান কার্যালযের উপ-সহকারী পরিচালক (কার্যক্রম) ইখতিয়ারুল ইসলাম, জোনাল ম্যানেজার মো : শহিদুল ইসলাম শামীম, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ এনায়েত হোসেন আকন ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ দত্তেরহাট বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরো অন্যান্যরা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved ©
IT Support BY Trust Soft BD