জেলা প্রতিনিধি>
বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয় কাজ করছে, সেই ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা (বিএনপি) আওয়ামী লীগকে ভয় পায়। তাদের আন্দোলনে তো জনগণ নেই। আর যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই সেটা কোনো আন্দোলনই নয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মোশাররফ-ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২২ এর বৃত্তি বিতরণী ও সনদ প্রদান উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হলে তিনি সেখানে প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, নির্বাচন রাজনীতির একটা অংশ। সাধারণ মানুষের কাছে রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হবে। যারা খারাপ কাজ করে, আগুন-সন্ত্রাস করে তারা মানুষের কাছে চিহ্নিত হয়ে থাকবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আসার সময় পথে পথে তাকিয়ে দেখি আমার কত ছবি! আমার আর ছবির দরকার নেই। আমাকে আর প্রদর্শন করবেন না।
বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আজ পাকিস্তান সব দিক থেকে তলানিতে যাচ্ছে। তারা (বিএনপি) বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে! বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ শ্রীলঙ্কা ও সুদানকে ঋণ দিয়েছে।