নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি মাসুদ পারভেজ, শাহ এমরান সুজন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সিনিয়র সদস্য নাসির উদ্দিন মাহমুদ বাদল, প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে নয় থানার ওসি, পুলিশের সিনিয়র কর্মকর্তা ও নোয়াখালী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, সামনে নির্বাচন, সময় গুলো অত্যান্ত ঝুকিপূর্ণ। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতা আশ্বাস দেন তিনি। এ সময় তিনি সংবাদ কর্মিদের সঠিক তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ জানান। পরে পুলিশ সুপার তার লিখিত গ্রন্থ ‘জাগ্রত হোক বিবেকবোধ’ নামক একটি বই প্রেসক্লাবের সাংবাদিকদের উপহার দেন।