1. jkitbd@gmail.com : admin :
  2. trustit24@gmail.com : News desk : News desk
বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলার চেষ্টা, মোটরসাইকেলে আগুন - bichitra somoy
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলার চেষ্টা, মোটরসাইকেলে আগুন

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১৪ পাঠক

নোয়াখালী:

নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় অংশগ্রহণ করতে আসার পথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার চেষ্টার ঘটনায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে সংঘর্ষকারীরা। ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাইপাস ও হোসেন পাম্পের সামনে দফায় দফায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবীদল ও জাসাস এর আয়োজনে নোয়াখালীতে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য বিকেলে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে সোনাইমুড়ী বাইপাস এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ইশরাকের গাড়ি বহরের সামনে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান জানান, ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

অভিযোগের বিষয়ে জানাতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, বিষয়টি আমার জানা নেই।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বিএনপির নেতা ইশরাকের গাড়ি বহরে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved ©
IT Support BY Trust Soft BD